ফেনী প্রতিনিধি
ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের ৩৪ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাসে আয়োজন করা হয়েছে। গত সোমবার (৬ জানুয়ারি) সকালে ইউনিভার্সিটি হলরুমে আয়োজিত ক্লাসে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উক্ত ক্লাসের আয়োজন করা হয়।
এতে আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সাখাওয়াত সাজ্জাত সেজানের সভাপতিত্বে ও স্টুডেন্টস' ফোরামের সাধারণ সম্পাদক সৈকত হোসেন সজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ, ট্রেজারার প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শাহ আলম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. নুর মোহাম্মদ, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আয়াতুল্লাহ, আইন বিভাগের প্রভাষক কাজী তাসনিম জাহান, তৌহিদুল ইসলাম, মাধবী পাল, তানজিলা মুবাশ্বিরা মিতু, উম্মে হাবিবা জিতু, স্টুডেন্টস' ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ সিফাত, মুটিং সোসাইটির সাধারণ সম্পাদক নাজনীন জান্নাত নিপা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিবুল হক শাফি প্রমুখ।
উক্ত ক্লাসে বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আইন শিক্ষার গুরুত্ব, ক্যারিয়ার গঠনে আইন বিভাগের ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনার উপর আলোকপাত করেন।