ডিমলায় আল-ইহসান আইডিয়াল মাদরাসায় নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান।
আপডেট সময় :
২০২৫-০১-০৭ ০১:১০:০৯
ডিমলায় আল-ইহসান আইডিয়াল মাদরাসায় নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান।
জহুরুল ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি।
"জ্ঞানের আলোয় খুঁজে স্বপ্নের দ্বার আগামীর দিন শুধু সম্ভাবনার" এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় আল-ইহসান আইডিয়াল মাদ্রাসা। শিক্ষার মানকে ধারাবাহিক ও সমুন্নত রাখতে অনুষ্ঠিত হয় নবীন বরণ ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। নীলফামাারী জেলার, ডিমলা উপজেলার, খালিশা চাপানী ইউনিয়ন এর প্রাণ কেন্দ্র ডালিয়া-তালতলা আল- ইহসান আইডিয়া মাদরাসা প্রাঙ্গনে অনুষ্টিত হয়।
উক্ত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শহিদুজ্জামান সরকার চেয়ারম্যান খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ উদ্বোধক হিসেবে ছিলেন জনাব আসাদুজ্জামান আমীর জামায়াতে ইসলামী অত্র ইউনিয়ন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজমুল হাসান রেজাউল করিম জেলা সেক্রেটারি। ডিমলা উপজেলা আমীর মজিবুর রহমান, মহিউর রহমান সাবেক থানা আমীর, নায়েবে আমির কাজি হাবিবুর রহমান কাজি ররোকনুজ্জামান, থানা সেক্রেটারি তোজাম্মেল হোসাইন অধ্যক্ষ গোলমুন্ডা ফাযিল মাদরাসা ইসমাঈল হোসের আরবি প্রভাষক ছীটমিরগঞ্জ কামিল মাদ্রাসা প্রমুখ।
উক্ত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার মাধ্যমে মানুষ নিজের কল্যান, দেশের কল্যান সাধিত করেন সেই শিক্ষা হতে হবে দ্বীনি শিক্ষা কেননা মানুষ এখন শিক্ষিত হচ্ছে কিন্তু দ্বীনি শিক্ষা না থাকায় মানুষ তার আসল লক্ষ থেকে বিচ্চুত হচ্ছে, আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা গ্রহন না করলে সমাজ, দেশ আলোকিত না হয়ে বরং অন্ধকারের দিকে ধাবিত হবে, আমাদের সকলের উচিৎ হবে আধুনিক শিক্ষার সাথে দ্বীনি শিক্ষা গ্রহন করা।
এছাড়াও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আমিনুর রহমান বলেন, কেবল দ্বীনি শিক্ষার মাধ্যমেই দুনিয়া ও আখেরাতে পুরস্কৃত হওয়া যাবে সে লক্ষেই আমরা এগিয়ে যাচ্ছি, সবার সাহযোগিতা একান্ত কাম্য। পরিশেষে কোরআন শিক্ষার গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মুহাম্মাদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রায়হানুল ইসলাম, পরিচালক অত্র প্রতিষ্টান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স