ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন খেলা সামগ্রী বিতরণ করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-০৭ ০০:৫০:৩৭
বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন খেলা সামগ্রী বিতরণ করেছে র‌্যাব। বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন খেলা সামগ্রী বিতরণ করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলার সদর ও দক্ষিণ সুরমা থানা এলাকায় বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন খেলা সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-৯, সিলেট। “বাংলাদেশ আমার অহংকার” এই ¯েøাগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন দুর্যোগকালীন মুহুর্তে আন্তরিকতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের অসহায় ও নিপীড়িত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের যেকোন দুর্যোগকালীন মুহূর্তে র‌্যাব সবসময় বন্ধু হয়ে মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

“মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এই বছরও আভিযানিক কাজের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে র‌্যাব-৯, সিলেট কর্তৃক অদ্য ০৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখ যথাক্রমে- ১। জামেয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর মাদ্রাসা ও এতিমখানা, দক্ষিণ সুরমা, সিলেট, ২। মিফতাহুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, মুক্তিরচক, সদর, সিলেট এবং ৩। জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসা, মুক্তিরচক, সদর, সিলেট প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন খেলা সামগ্রী (ক্রিকেট ব্যাট, বল, স্ট্যাম্প, গøাভস, ফুটবল, ব্যাডমিন্টন র‌্যাকেট, নেট ও ফেদার ইত্যাদি) বিতরণ করা হয়। এইসব খেলা সামগ্রী বিতরণ করেন লেঃ কর্নেল আশিকুর রহমান, অধিনায়ক র‌্যাব-৯, সিলেট। ভবিষ্যতেও র‌্যাব-৯, সিলেট এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে। আভিযানিক কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তার মাধ্যমে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে র‌্যাব সদা প্রস্তুত।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ