নেছারাবাদে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি
আপডেট সময় :
২০২৫-০১-০৬ ২২:৫১:৪৪
নেছারাবাদে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি
আরিফ বিল্লাহ। নেছারাবাদ (স্বরূপকাঠি ):
৫ জানুয়ারী সোমবার নেছারাবাদ উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা অডিটরিয়ামে তারণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট, চিত্রাংকন প্রতিযোগিতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মসক নিধান সহ বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি রায়হান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন এলজিইডি অফিসার, সমবায় অফিসার প্রাথমিক শিক্ষা অফিসার, বিএনপি, জামায়াতে ইসলামী ও ইশা আন্দোলন নেতৃবৃন্দ, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সচিব, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক সংস্কৃতি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা পরিষদ থেকে একটি রেলী বের করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স