রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা শরাফত আলী
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা শরাফত আলী
মোঃ অপু খান চৌধুরী।।
একাত্তরের রণাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধা সাবেক বিভাগীয় হিসাব রক্ষক অফিসার হাজী শরাফত আলী (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল রবিবার (৫ জানুয়ারি) বাদ যোহর উপজেলা মডেল মসজিদ পাশে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উপপরিদর্শক ( এসআই ) আবুল হাচনাতের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা সম্পন্ন করে উপজেলার চান্দলা ইউনিয়নের পদুয়া খামাড়চাড়া মসজিদে সামনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মাওলানা আবুল কাশেম, সুবেদার ফজলুল হক, আবুল হাসেম, ফুল মিয়া রমিজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, অধ্যক্ষ এমদাদুল হক, ডাক্তার আবদুর রসিদ মেম্বার, কাজী মো: ফারুক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লী। মরহুম হাজী শরাফত আলী গতকাল রবিবার ভোরে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ,,,,,,, রাজিউন) মৃত্যু কালে স্ত্রী তিন ছেলে দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স