অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক আটক
অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক আটক
মোঃ অপু খান চৌধুরী।।
অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত ৪ জানুয়ারী (শনিবার) সন্ধ্যায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর
সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকার ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে অষ্টজঙ্গল নামক স্থান হতে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো মোঃ রাজু আহম্মেদ (২৬) ও মোঃ সোহাগ হাসান (২৫)।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকার অষ্টজঙ্গল নামক স্থানে অভিযান পরিচালনা করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এসময় অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মোঃ রাজু আহম্মেদ (২৬) ও মোঃ সোহাগ হাসান (২৫) কে আটক করে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ভারত হতে বাংলাদেশে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তারা।
আটককৃত মোঃ রাজু আহম্মেদ ভারতের সিপাহীজলা জেলার কলমছড়া থানার গৌরাঙ্গগোলা গ্রামের মোঃ ওহিদ মিয়ার ছেলে এবং মোঃ সোহাগ হাসান একই এলাকার মৃত নায়েব আলীর ছেলে।
আটককৃতদের চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে এবং পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স