মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:
গণ অধিকার পরিষদ এর সি: সহ সভাপতি ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক মানববন্ধন কর্মসূচি পালন করেন গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কিশোরগঞ্জের হোসেনপুরে শনিবার রাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান খান বলেন, ৫ আগষ্টের পর আমরা রক্ত চাইনাই, জাতীয় বিপ্লবী পরিষদের প্রোগ্রামে সহযোদ্ধা ফারুক হাসানকে দাওয়াত দিয়ে নিয়ে প্রোগ্রাম শেষে অতর্কিত হামলা চালায় বিপ্লবী পরিষদের কিছু সন্ত্রাসীরা।
তিনি আরও বলেন, অবিলম্বে ৬ ঘন্টার ভিতর সকল সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। সন্ত্রাসীদের ঠিকানা বাংলাদেশে হবেনা। অবিলম্বে ৬ ঘন্টার মধ্যে সকল সন্ত্রাসীদের গ্রেফতার না করলে সারাদেশে আমরা কঠোর কর্মসূচির ডাক দেব।
এ সময় আরো বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সি: যুগ্ম সদস্য সচিব সুহেল হায়দার, হোসেনপুর উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব হুমায়ুন কবির, যুগ্ম সদস্য সচিব রাজু আহমেদ, আকাশ আহমেদ, মো: সিপন কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী রিপন রাজ। জাহাঙ্গীর, মনিরুজ্জামান মোস্তাকিম, বাপ্পি যুব অধিকার পরিষদ। হোসেনপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক প্রার্থী সুমন রানা, সভাপতি রাসেল প্রমূখ, উপস্থিত বক্তারা এই হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।