ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ


আপডেট সময় : ২০২৫-০১-০৫ ০০:৩৮:১৮
কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ
 
 
 
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) দুপুরে উপজেলা ও পৌর যুবদল-মহিলাদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌরাস্তা মোড়ে পথসভায় মিলিত হয়।

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হামিদুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসীন আলী, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সাজু সরদার, উপজেলা কৃষকদলের সভাপতি সহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতা, ধরনীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার, বজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল মিয়া, গুনাইগাছ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সোহাগ আনছারী প্রমুখ। এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী বিক্ষোভে অংশ নেয়।

সভায় বক্তারা বলেন, যুবদল নেতা আশরাফুল হত্যার ঘটনায় রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের লোকজন সরাসরি জড়িত। তারা দ্রুত হত্যকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবী জানান।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে উলিপুর থানার গোল ঘরে নারী ঘটিত একটি বিষয় নিয়ে বৈঠক চলাকালে প্রতিপক্ষের মারধরের ঘটনায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের মৃত্যু হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের পিতা আয়নাল হক ২৮ ডিসেম্বর ২০জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।  


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ