ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টংগীবাড়ীতে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-০৫ ০০:৩১:২১
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টংগীবাড়ীতে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টংগীবাড়ীতে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত।

 
ফাহাদ মোল্লা, নিজস্ব প্রতিবেদক 
 
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে টঙ্গীবাড়ীতে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় টঙ্গীবাড়ী উপজেলা শিশু পার্ক  থেকে শুরু হয়ে  উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে র‍্যালীটি শেষ হয়।
 
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক।
 
এসময় আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাঈমুল ইসলাম তুহিন, টংগীবাড়ি উপজেলা ছাত্রদলের,সাবেক যুগ্ন আহ্বায়ক রাজ খান, সরকারি বিক্রমপুর টংগীবাড়ি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানভীর মল্লিক, সোনারং টংগীবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন দেওয়ান, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিদয় শেখ হাসাইল বানারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিন আহমেদ, বেতকা ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক রিগান হাওলাদার, আউটশাহী ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আসিফ ঢালী, আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মামুন চোকদার, আড়িয়ল ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক ইবনে সিয়াম, যশলং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হালদার, বেতকা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক সিহাব শেখ, সোনারং টংগীবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক রাশেদুল সহ ছাত্রদলের ইমরান মোল্লা, তালিফ হাসান রিফাত, তুষার শিকদার, আবির মাঝি, তালহা মোল্লা, নিলয় শেখ, দ্বীন ইসলাম সহ জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
এসময় মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল এর সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক বলেন, ছাত্রলীগ বলতে বাংলাদেশে কোনো সংগঠন নেই। বাংলাদেশ থেকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। তাদের কোনো কার্যক্রম বাংলাদেশের মাটিতে হবে না। তারা নিষিদ্ধ সংগঠন। তারা নিরিহ ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যার মতো কার্যক্রম চালিয়েছে তাদের মতো সংগঠনের বাংলাদেশের মাটিতে জায়গা হবে না।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ