ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সুলতানপুর বিজিবি কর্তৃক মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-০৫ ০০:২৫:৫২
সুলতানপুর বিজিবি কর্তৃক মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ সুলতানপুর বিজিবি কর্তৃক মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ


মোঃ অপু খান চৌধুরী।। 
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী ও খারেরা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে কসবা ও মাদলা বিওপি কর্তৃক ০৩ জানুয়ারি হতে ০৪ জানুয়ারি পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪০,৯২,২০০/-(চল্লিশ লক্ষ বিরানব্বই হাজার দুইশত) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে।

তন্মধ্যে জব্দকৃত শাড়ি ৩৫৬ পিস, কিসমিস ৬৯ কেজি, বাসমতি চাউল ১৪০৪ কেজি, গরু ০২ টি, চকলেট ৪৩২০ পিস, চিনি ৫৪৮০ কেজি, চুড়ি ১১৩ প্যাকেট, জিরা ৪৩ কেজি, জুতা ৫৮ জোড়া, ফুচকা ২১৩ প্যাকেট, বাংলাদেশী রসুন ২৮ কেজি, বিভিন্ন প্রকার কাপড় ২৮৩ পিস, রেড বুল ৮৪ বোতল, ফেন্সিডিল ০২ বোতল, ইস্কাফ সিরাপ ৪৫ বোতল এবং হুইস্কি ৩৬ বোতল।

এ বিষয়ে বিজিবি বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ