ফাহাদ মোল্লা (নিজস্ব প্রতিবেদক)
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে, আলেকজান্ডার কারাতে দো কিউকাই বাংলাদেশ এর আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা, মুন্সীগঞ্জ এবং বিএন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বেল্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠান আজ সকাল- ১১ ঘটিকায় ইন্ডোর স্টেডিয়াম মুন্সীগঞ্জ এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেল্ট ও সনদপত্র বিতরণ করেন ফাতেমা তুল জান্নাত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সীগঞ্জ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- খাদিজা পারভীন, জেলা ক্রীড়া অফিসার, মুন্সীগঞ্জ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আতাউল গনি ওসমানী, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সীগঞ্জ, মুনতাসির মাহফুজ,সহকারী কমিশনার,জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ। এছাড়াও অভিভাবক প্রতিনিধি জনাব মো: নাঈম, জনাব জহিরুল ইসলাম সহ আরো অনেক অভিভাবকবৃন্দ উপস্হিত ছিলেন।
প্রশিক্ষণার্থীরা প্রথমে ফুল দিয়ে জেলা প্রশাসক কে বরণ করে নেন। এরপর তারা কারাতের বিভিন্ন কলা কৌশল প্রদর্শন করেন।
প্রধান অতিথি বলেন, কারাতে কেবল আত্মরক্ষার কৌশল নয়, এর মাধ্যমে শিশুরা শৃঙ্খলা, বিনয়, এবং শারীরিক সক্ষমতা/ ফিটনেস অর্জন করতে পারে। তাই এই কারাতে চর্চা প্রতিটি স্কুলে স্কুলে ছড়িয়ে দিতে হবে। পরে পরীক্ষার মাধ্যমে যারা বিভিন্ন বেল্ট পেয়েছে তাদেরকে বেল্ট ও সনদপত্র প্রদান করা হয়।
আলেকজান্ডার কারাতে দো কিউকাই বাংলাদেশ, মুন্সীগঞ্জ কারাতে একাডেমি থেকে আজ, ব্ল্যাক বেল্ট পেয়েছে - ০৫ জন। ব্রাউন বেল্ট ২য় কায়া- ০৬ জন, ব্রাউন বেল্ট ৩য় কায়া-০৫ জন, ব্লু বেল্ট- ০৩ জন, পার্পেল বেল্ট - ০৬ জন, গ্রীন বেল্ট- ০৬ জন, ওরেঞ্জ বেল্ট- ০৬ জন, ইয়োলো বেল্ট -১২ জন।
মোট - ৪৯ জন কে আজ বেল্ট ও সনদপত্র প্রদান করা হয়। সর্বশেষে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং সবার মঙ্গল কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।