ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৬০ কেজি গাঁজা ও ৯৮৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-০৪ ১৮:২৩:৩১
৬০ কেজি গাঁজা ও ৯৮৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। ৬০ কেজি গাঁজা ও ৯৮৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।



নিজস্ব প্রতিবেদক
৬০ কেজি গাঁজা এবং ৯৮৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে পৃথক অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩।
 
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ী এবং নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন এলাকা হতে ০৪/০১/২০২৫ তারিখ গভীর রাতে মাদক ব্যবসায়ী ১। মোঃ ইনসান (৩০), পিতা- রাজা মিয়া, সাং- কোটবাড়ী কালি বাজার, থানা- কুমিল্লা সদর, জেলা- কুমিল্লা ও তার সহযোগী ২। কাশেম (৩৭), পিতা- মৃত কদম আলী, সাং- কোটবাড়ি  সালমানপুর, থানা- কুমিল্লা  সদর, জেলা- কুমিল্লা এবং ইয়াবা ব্যবসায়ী ৩। সামসুল আলম (৫০), পিতা- আব্দুল জলিল, সাং- নিলাম ফুলের টেক, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজারদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি ইনসান ও কাশেম ঢাকার অভিমুখে গাঁজার চালান নিয়ে আসার সময় ৬০ কেজি গাঁজা ট্রাকের পিছনে ডালার উপরে প্লাস্টিকের বস্তার মধ্যে লুকানো অবস্থায় র‍্যাবের আভিযানিক দল যাত্রাবাড়ি থানাধীন এলাকা থেকে আটক করে এবং গ্রেফতারকৃত অপর আসামি সামসুল আলমকে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন ঢাকার অভিমুখে আসার সময় যাত্রীবাহী বাসে তল্লাশী করে ৯৮৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়। 
 
গ্রেফতারকৃত আসামিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং তারা অবৈধ মাদকদ্রব্য কুমিল্লার সীমান্তবর্তী ও আশপাশ এলাকা হতে ক্রয় করে নিজ হেফাজতে রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে জানায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ