ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহের ভালুকায় শীতার্ত অসহায় মানুষের মাঝে সাড়ে সাত হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) সকালে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান পৌরসভার ৯ নং ওয়ার্ড কাঠালী এলাকায় ও এর আগে আরও আটটি ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ তাজুন, বিএনপি নেতা আলহাজ্ব এমদাদুল হক, জেলা যুবদল নেতা রুহুল আমীন, সাবেক কমিশনার সাইদুর রহমান সহ আরও অনেকে।
আলহাজ্ব হাতেম খান জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পালন করে শীতার্তদের মাঝে পর্যায়ক্রমে তিনি শীতবস্ত্র বিতরণ করেছেন।