ফাহাদ মোল্লা (নিজস্ব প্রতিবেদক)
টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ব্রীজ হতে বেতকা বাজার পর্যন্ত রাস্তার সোনারং কবরস্থানের পশ্চিম পাশে রাস্তার মধ্যেই একটি বৈদ্যুতিক খুঁটি অবস্থিত এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাই দ্রুত রাস্তা থেকে বৈদ্যুতিক খুঁটি সরানোর দাবি জানিয়েছেন তারা।
সরজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, টঙ্গীবাড়ী উপজেলা হতে ঢাকা যাওয়ার প্রধান সড়ক এটি তাই প্রতিদিন এই রাস্তা দিয়ে অন্তত ১ লাখ মানুষের যাতায়াত। এ রাস্তা দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, ট্রাক, ভ্যান, রিকশা, সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। যখন রাস্তাটি সরু ছিল তখন বিদ্যুতের খুঁটিটি রাস্তার কিনারাতেই ছিল রাস্তা প্রসস্থ করার পর তা রাস্তার প্রায় ৪ থেকে ৫ ফুট ভেতরেই রয়েগেছে তাই ওই খুঁটিটি এখন চলাচলকারীদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
সোনারং গ্রামের বাসিন্দা মোঃ কামাল শেখ (৪০) বলেন, রাতের অন্ধকারে কুয়াশার মধ্যে তিনি ওই রাস্তা দিয়ে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় খুঁটির সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন। তার মতো গ্রামের অনেকেই এ রকম ঘটনার শিকার হয়েছেন।
রফিকুলব ইসলাম (৩২) বলেন, তার নিজস্ব ছোট পিকআপ তিনি নিজেই চালান। ফলে ওই রাস্তা দিয়ে চলতে গিয়ে তিনি নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন। খুঁটিটি সরানোর জন্য উপজেলার সংশ্লিষ্ট দপ্তরে যাওয়ার জন্যও মনস্থির করেছেন।
এ বিষয়ে টঙ্গীবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নুরুল আলম ভুইয়া কে অবহিত করলে তিনি জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আমরা এ বিষয়ে পরবর্তী করনীয় পদক্ষেপ গ্রহণ করব।