ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দুরকানীতে বকুল মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এর শুভ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০১-০৪ ০১:০২:৩১
ইন্দুরকানীতে বকুল মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এর শুভ উদ্বোধন ইন্দুরকানীতে বকুল মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এর শুভ উদ্বোধন



বিশেষ প্রতিনিধি: 

পিরোজপুরের ইন্দুরকানীতে মানসম্মত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে বকুল মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি ২০২৫ ইংরেজি) বিকেলে উপজেলার সরকারি ইন্দুরকানী ডিগ্রি কলেজ সংলগ্ন প্রতিষ্ঠিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বেসরকারি ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মিজানুর রহমান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ নূর উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা আমির মাওলানা আলী হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক মোঃ ফরিদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাওলানা আব্দুল হাই, উপজেলা বিএনপি সদস্য সচিব আলমগীর কবির মান্নু, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন, উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি গাজী আবুল কালাম এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান খান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলন মিত্র। বকুল মেমোরিয়াল ক্লিনিকের পরিচালক মোঃ কামাল হোসেন বলেন, আমাদের উপজেলায় মানসম্মত কোনো প্রাইভেট ক্লিনিক না থাকায় এলাকার জনগণ খুব অসুবিধায় ছিলেন। একটু জটিল চিকিৎসার জন্য খুলনা বা বরিশালে যেতে হতো। সেই কথা বিবেচনা করে আমরা জিয়ানগরে স্বল্প খরচে মানসম্মত চিকিৎসার জন্য বকুল মেমোরিয়াল ক্লিনিকের যাত্রা শুরু করেছি। এখানে সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে রোগীর সেবা দেওয়া হবে। রোগ নির্ণয়ের জন্য আধুনিক যন্ত্রপাতিসহ ল্যাব রয়েছে এবং আধুনিক সব সরঞ্জামসহ রয়েছে অপারেশন থিয়েটার।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ