বাগেরহাটে জমি সংক্রান্ত জের ধরে পুত্রবধুকে গৃহে প্রবেশ করতে বাঁধা,মধ্যরাতে প্রশাসনের হস্তক্ষেপে সমাধান
বাগেরহাটে জমি সংক্রান্ত জের ধরে পুত্রবধুকে গৃহে প্রবেশ করতে বাঁধা,মধ্যরাতে প্রশাসনের হস্তক্ষেপে সমাধান
নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বিষখালী গ্রামে জমি সংক্রান্ত জের ধরে বাদল কুমার দাস (৪৭) এর স্ত্রী দীপা বালাকে শশুর বাড়ীতে প্রবেশ করতে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে।
(বৃহস্পতিবার) ২রা জানুয়ারী সকালে দীপা বালা শশুর বাড়ীতে আসলে শাশুরী, ননদ ও দেবর সহ ঘরে প্রবেশ করতে বাঁধা দেয় পরবর্তীতে ঘরের দরজা তালা দিয়ে রাখে বলে জানাযায়। এদিকে দীপা বালা সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ব্যাক্তিদের দারস্ত হলে কোন সমাধান পাননি। এক পর্যায়ে প্রশাসনের হস্তক্ষেপে রাত ২ টার দিকে পুলিশের সহযোগিতায় ঘরে প্রবেশ করেন।
এদিকে দীপা বালার দেবর জগবন্ধু দাস বলেন, আমাদের ইচ্ছার বিরুদ্ধে অন্যায় ভাবে জোর করে তাকে ঘরে উঠিয়েছে। কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে তার দায়ভার আমরা নেব না।
প্রত্যেক্ষ সুত্রে জানা যায়, এর আগে দীপা বালার সাথে জমি ও ঘর সংক্রান্ত জের ধরে দীর্ঘদিন শশুর বাড়ীর সাথে বিরোধ চলমান ছিল।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স