ব্রাহ্মণপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ অপু খান চৌধুরী।।
'নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার' এই শ্লোগানের আলোকে ব্রাহ্মণপাড়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা ও ওয়াকাথন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ছামিউল ইসলাম।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কবির আহামেদ এর সভাপতিত্বে এবং সার্বিক তত্বাবধান আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশন (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা,উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল করিম, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার লুৎফা ইয়ামিন, শিক্ষা অফিসার সৈয়দা হালিমা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের প্রধান সাংবাদিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স