ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


আপডেট সময় : ২০২৫-০১-০২ ২৩:৪০:১৮
রাণীশংকৈলে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাণীশংকৈলে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১ জানুয়ারি ২০২৫ বুধবার সাড়ম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষ বিকেলে পৌরশহরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ‌র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যায় চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিঠুর সভাপতিত্বে ও ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক দুলাল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, সহ-সভাপতি নূর নবী, শাহাদত হোসেন, পান্না বিশ্বাস ও নুর আলম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী,সম্পাদক মহসিন আলী, যুগ্ম সম্পাদক সাহাবউদ্দিন ও অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম মানিক, মহিলা দল নেত্রী মুনিরা বিশ্বাস, হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী, নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুনতাসীর আল মামুন মিঠু ও আকতার হোসেন, যুবদলের জৈষ্ঠ্য সচিব ঈসা আলী, পৌর বিএনপির সহ-সভাপতি হামিদুর রহমান, শ্রমিক দলের নেতা মো. রুকু, যুবদল নেতা মিলন হোসেন,পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি গোলাম রব্বানী (প্রমুখ)।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ