আব্দুল্লাহ আল ফাহাদ ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ০৮ নং সাখুয়া ইউনিয়নের শিক্ষামূলক সাখুয়া ইউনিয়ন জিনিয়াস ফোরামের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান।
০২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় আখরাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ৫ম থেকে নবম শ্রেণি পর্যন্ত চার ক্যাটাগরি (ট্লেনফুল, A+, A, A-) ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও ক্রেস্ট দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মো এনামুল হক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ বনি আমিন, বিসিএস (কৃষি) প্রকল্প পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেজর ইঞ্চি.মো আসাদুল হক (অব:) সাবেক পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
এছাড়াও উপস্থিত ছিলেন, ড. মোছা: নাছরিন আক্তার বানু, বিসিএস (কৃষি), পিএইচডি (জাপান) উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ময়মনসিংহ, ড. রায়হানুর জান্নাত এ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ প্ল্যান্ট প্যাথলোজি বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর, মোহাম্মদ শাহজাহান কবীর বিসিএস (মৎস্য) জেলা অফিসার নেত্রকোনা, মঞ্জুরুল হক মুঞ্জু মেনিজিং ডিরেক্টর মায়া সফট বিডি। এসময় সাখুয়া ইউনিয়নের সাবেক বর্তমান চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন স্কুল প্রধান, অবিভাবক, শতাধিক শিক্ষার্থী, সাখুয়া ইউনিয়ন জিনিয়াস ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বলেন, আমাদের ইউনিয়নের এমন আয়োজনে আমরা আমাদের মেধা বিকাশের সুযোগ হয়েছে। এই বৃত্তি পরীক্ষা প্রতি বছর অনুষ্ঠিত হবে বলে আশা করি।
প্রধান অতিথি ড. মো এনামুল হক বলেন, সাখুয়ার কৃতি শিক্ষার্থীদের ভালো ভাবে পড়াশোনা করে সাখুয়া ইউনিয়নের সুনাম অর্জন করবে বলে আশা করেন।তিনি বলেন আমি এই গ্রাম থেকেই পড়াশোনা করে আজকের এই পর্যায়ে। তাই পড়াশোনার কোন বিকল্প নেই আগামীর বাংলাদেশ বির্নিমানে সহযোগিতা করবে।
উল্লেখ্য: সাখুয়া ইউনিয়ন জিনিয়াস ফোরাম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৩ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়। ৫ম থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন ৩৪৯ জন।