নেদারল্যান্ডের লিলিয়াম ফুল এখন সিলেটে।
নেদারল্যান্ডের লিলিয়াম ফুল এখন সিলেটে।
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের মাটিতে ফুটেছে নেদারল্যান্ডের আশ্চর্য ফুল লিলিয়াম। লিলিয়াম সাধারণত শীত প্রধান দেশগুলোতে সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি বর্ণ নিয়ে ফুটতে দেখা যায়। ফুলের বর্ণচ্ছটা অনেকটা আকর্ষনীয়। পাশাপাশি এর মিষ্টি গন্ধ ফুলপ্রেমীদের আকৃষ্ট করে।
বাংলাদেশের মানুষের সাথে ইউরোপের প্রসিদ্ধ ও সুগন্ধী ফুল লিলিয়ামের পরিচয় করিয়ে দিচ্ছে লালতীর সীড নামক একটি প্রতিষ্ঠান। ধান থেকে শুরু করে দেশীয় সকল প্রকার শাক-সবজী ও ফলমুল এর উন্নত ও উচ্চ ফলনশীল জাত এর বীজ আবিস্কার করে ইতিমধ্যে যে প্রতিষ্টানটি সফল কৃষকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতী পেয়েছে।
জানা গেছে, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা চিন্তা করে মাল্টিমুড গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক তাজওয়ার এম আওয়াল বিগত কয়েক বছর ধরে ইউরোপের জনপ্রিয় ফুল লিলিয়াম নিয়ে গবেষনা শুরু করেন। নেদারল্যান্ড থেকে বীজ এনে বাংলাশের মাটির সাথে এর ম্যাচ হবে কিনা শুরু করেন পরীক্ষা নিরিক্ষা। নিজস্ব পরীক্ষায় পর তিনি এর সফলতার মুখ দেখেন। এর ফলে তিনি পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন এলকায় নার্সারী মালিকদের দিয়ে প্রদর্শনী প্লট করেন।
আকর্ষনীয় লিলিয়াম চাষে আকৃষ্ট হচ্ছেন ফুল চাষীরাও। তারা জানান, লিলিয়ামের সৌন্দর্য আর এর সুন্দর গন্ধ মানুষকে আকৃষ্ট করবে সহজেই। তাদের আশা দেশের কুব দ্রতই এই ফুল জনপ্রিয়তা পাবে।
এদিকে সম্প্রতি সিলেট বিভাগের হবিগঞ্জের সায়েস্তাগঞ্জের জগৎপুর গ্রামে প্রদর্শনী প্লটে লিলিয়াম ফুলের কলি আসায় লাল তীর সীড কোম্পানীর উদ্যাগে লিলিয়াম ফুলের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে অনুষ্ঠানে লাল তীর সীড লি: এর ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী বলেন, বাংলাদেশের ফুলের জগতে লালতীরের নতুন সংযোজন লিলিয়াম ফুল, যা বিদেশ থেকে আমদানী করেছে লালতীর এবং মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার এম আউয়াল। বাংলাদেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উন্নতমানের লিলিয়াম ফুলের চাষ করে বানিজ্যিকভাবে সাধারণ কৃষক যেন সাবলম্বী হতে পারে এবং সফলতা অর্জন করতে পারে তার জন্য আমরা কাজ করছি। যা অচিরেই ফুলচাষীদের জন্য সম্ভাবনার পথ খুলে দিবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মশিউর রহমান বলেন, লিলিয়াম ফুলের মাঠ দেখে আমরা আনন্দিত। লিলিয়াম ফুলের রেজাল্ট খুবই চমৎকার ও সুন্দর। এগুলো বাজারে আসলে ক্রেতার চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা পালন করবে বলে অভিমত ব্যক্ত করেছেন।
এ ব্যাপারে মাল্টিমুড গ্রুফ এর ব্যবস্থাপনা পরিচালক তাজওয়ার আউয়াল বলেন, আমরা চেষ্টা করছি বিদেশিদের সঙ্গে তাল মিলিয়ে কৃষকদের সবজীসহ নানা কৃষিপণ্য উৎপাদনে এগিয়ে নিতে। এ চেষ্টা অব্যাহত থাকবে। সম্প্রতি লেদারল্যান্ড থেকে লিলিয়াম ফুলের বাল্ব (কন্দ) এনে চাষিদের দেয়া হয়েছে। অল্প দিনের মধ্যে ভালো উৎপাদন হওয়ায় বিদেশি জাতের লিলিয়াম ফুলের সম্ভাবনা দেখা গেছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স