কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের অপসারনের দাবীতে বৃহস্পতিবার ২ জানুয়ারী বেলা সাড়ে ১১ শিয়ালকাঠী চৌরাস্তায় ইউপি সদস্য সহ এলাকাবাসী ঘন্টাব্যাপী এক মানব বন্ধন কমসূচি পালন করে। সংশ্লিষ্ট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মেহেদী হাসান রুবেলকে প্রকাশ্যে লাঞ্ছিত করা, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম, দূর্নীতি প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মেহেদী হাসান রুবেল, শাহীন আকন, নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা গিয়াস উদ্দিন তালুকদার, যুবদল নেতা নজরুল ইসলাম পনু, নির্যাতিত মোসলেম আলী মোল্লা, মাইনুল ইসলাম চুন্নু, পারভীন বেগম প্রমূখ।
এ সময় ইউপি সদস্য মেহেদী হাসান শাহীন বলেন, পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান অত্র ইউনিয়নের বিগত ইউপি সদস্য মামুন ও বাচ্চু হত্যা মামলার আসামী। তিনি পরিষদের কোন ব্যাপারে আমাদের ইউপি সদস্যদের সাথে কোন প্রকার সমন্বয় করেননা। তৎকালীন সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ এর ক্ষমতা প্রয়োগ করে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ক্ষমতার অপব্যবহার করে আসছে। স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার করে ভিজিডি কার্ড ও অন্যান্য সেবা গ্রহণকারী অসহায় গরীব জনসাধারন এর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
ইউপি সদস্য নজরুল ইসলাম ও শাহীন আকন বলেন, আমরা পরিষদে কোন কথা বলতে পারিনা, চেয়ারম্যান নিজেকে বড় হ্যাডাম মনে করেন। মিটিং এর মাধ্যমে পরিষদে যে কোন স্দ্ধিান্ত নেয়ার কথা থাকলেও সে কোন মিটিং আহবান করে না, সে তার ইচ্ছামতো পছন্দসই লোকদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন।
ভূক্তভোগী নজরুল ইসলাম পনু বলেন, এই ইউনিয়নের থাকলে হইলে আমার কথামতো চলতে হবে নইলে তোকে শেষ করে ফেলবো, পারভীন বেগম বলেন ভিজিডি কার্ড নিতে গেলে সে বড় অংকের টাকা দাবী করে।
বক্তারা আরো বলেন, চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানকে দ্রুত অপসারন না করা হলে রাস্তা অবরোধ, আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
এ ব্যাপারে শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন, মানববন্ধনে আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা ভিত্তিহীন।