ফেনী প্রতিনিধি
ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি ইজ লাইফের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার (১ জানুয়ারি) আগামী এক বছরের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা, উপদেষ্টা এবং সক্রিয় সদস্যদের উপস্থিতিতে ৩৩ সদস্য বিশিষ্ট এই কমিটির ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন নুরুল আমিন সজিব এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন তাহসিন শাহরিয়ার আদর।
কমিটির অন্যারা হলেন সহ-সভাপতি নাঈম উদ্দিন ও মোহাম্মদ মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক মো. ওবায়দুল্লাহ রিদওয়ান, সহ-অর্থ সম্পাদক সানজিদা জান্নাত সায়মা, রক্ত বিষয়ক সম্পাদক ইশরাক রহমান, সহ-রক্ত বিষয়ক সম্পাদক সাহেদুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক আব্দুল রহমান হৃদয়, সহ-জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল সাঈদ শুভ, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল।
এছাড়া বাকিরা সদস্য হিসেবে সংগঠনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন সজিব বলেন, হিউম্যানিটি ইজ লাইফের ৪ বছর পূর্ণ হয়েছে। সংগঠনটি রক্তদান কার্যক্রম থেকে শুরু করে অসংখ্য সামাজিক ও মানবিক উদ্যোগে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও আমরা একসঙ্গে সমাজের কল্যাণে কাজ করে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।