কচুয়ায় শেখ পরিবারের নামে ২ কলেজের নাম পরিবর্তনের দাবিতে ছাত্র দলের স্মারক লিপি
আপডেট সময় :
২০২৫-০১-০২ ১১:৫৭:১৮
কচুয়ায় শেখ পরিবারের নামে ২ কলেজের নাম পরিবর্তনের দাবিতে ছাত্র দলের স্মারক লিপি
উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি:
কচুয়া উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে কচুয়ার দুইটি কলেজের নাম পরিবর্তনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করেছেন কচুয়া উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ।
১ লা জানুয়ারি ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে বিকাল ৩ টায় কচুয়া উপজেলা ছাত্র দল ও কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ সম্মিলিত ভাবে জেলা প্রশাসক বরাবর উল্লেখ করে কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর কাছে দাবি সম্বলিত স্মারকলিপি পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক উজ্জল কুমার দাস, বাগেরহাট জেলা ছাত্র দলের সহ- সাধারণ সম্পাদক আউয়াল শিকদার, জাকির হোসেন রাজু ,কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব জামাল হোসেন, কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক ১ নং সদস্য ইমরান হোসেন,কচুয়া ডিগ্রি কলেজের সাবেক সভাপতি হিমেল খান। এসময় ছাত্র দল নেতা শেখ তামিম,মোঃ রবিউল ইসলাম, মুন, আবু তালহা,মো: সাগর শেখ, মোঃ সাকিব সহ কচুয়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারক লিপিতে উল্লেখ করা হয় বিগত অবৈধ ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের আমলে কচুয়া উপজেলার ২ টি উল্লেখ্যযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান খুনি হাসিনা পরিবারের নামে নামকরণ করে। খুনি, মানবতাবিরোধী অপরাধী হাসিনা পরিবারের নামের পরিবর্তে উক্ত সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ এর নাম সরকারি শহীদ আবু সাইদ মহিলা ডিগ্রি কলেজ এবং শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজের পরিবর্তে শহীদ মীর মুগ্ধ কারিগরি কলেজ নামকরণ করা হোক।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স