হেলাল উদ্দীন মিঞাজি,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল বলেছেন, আমরা সাধারণ মানুষের শক্তি নিয়েই বলিয়ান। কারও উপর ভার দিয়ে চলতে চায় না বিএনপি। বিএনপি চাইলে কেউ এক মিনিটের জন্যও টিকতে পারবে না।
তিনি আরো বলেন,আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ যেন আর না আসে,তার জন্যে বিএনপি সব সময় দেশ পাহারায় আছে- থাকবে।
বুধবার ( ১ জানুয়ারী) বিকেলে গর্জনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন,বিএনপি চাঁদাবাজির সাথে জড়িত না। কেউ এ ধরণের কাজে জড়িত অভিযোগ পেলে সাথে সাথে বহিস্কারের সিদ্ধান্ত আছে- করা হচ্ছে। কারণ আমাদের নেতা তারেক রহমান এ বিষয়ে কঠোর।
তিনি সবার উদ্দেশ্য বলেন,
আওয়ামী যা করেছে তা বিএনপি করলে দেশের মানূষ কাকে বিশ্বাস করবে? তারা
কেন গা ঢাকা দিল তা থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।
সাবেক এমপি কাজল বলেন,বিএনপি জাতীয ঐক্য চায় । সবাই ভেদাভেদ ভুলে যাই-এক কাতারে এসে দেশের কল্যাণে কাজ করি।
নইলে বিপদ হবে,আওয়ামী নেতাদের প্রস্রয় দেয়া যাবে না। যারা আওয়ামী লীগ নেতাদের দলে ঢুকাচ্ছেন তারা একদিন কাল হয়ে দাড়াবে। ইসলামের মূল্যবোধ আর জাতীয়তাবাদ ধ্বংস হযে যাবে। এজন্যে সবাইকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উন্নয়নের বিষয়ে তিনি বলেন বিএনপি ক্ষমতায় আসলে মিয়ানমার সীমান্তের গর্জনিয়া হয়ে আশারতলীতে স্থলবন্দর ও রামুর পুর্বাঞ্চল তথা ইদগড় গর্জনিয়া,কচ্ছপিয়া ও কাউয়ারখোপ ইউনিয়ন নিয়ে উপজেলা করা হবে। শাহসূজা সড়কের সম্প্রসারণ করে স্থলবন্দর ( ল্যান্ডপোর্ট) এর কাজ তরান্বিত করা হবে। কেননা
বিএনপি উন্নয়নের রাজনীতি করে। তাই তো বিগত সময়ে আমাদের নেত্রী বেগম জিয়া গর্জনিয়ার দু:খখ্যাত বাঁকখালী
ব্রিজ করেছিলেন। গর্জনিয়ার মানুষের কষ্ট দূর করেছিলেন।
গর্জনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন,রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ
,প্রধান বক্তা ছিলেন রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা ফুরকান আহমদ,জেলা বিএনপি নেতা গোলাম মৌলা চৌধুরী,জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল,উপজেলা বিএনপি নেতা শেখ আবদুল্লাহ,মেরাজ আহমদ মাহিন,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,উপজেলা বিএনপি নেতা ফয়সাল কাদের,ফরিদুল আলম,উপজেলা বিএনপি নেতা অধ্যাপক রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক-কাজী আবদুল্লাহ আল মামুন,উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, কচ্ছপিয়া বিএনপি সভাপতি ছৈয়দ আলম,বিএনপি নেতা রেজাউল করিম টিপু,গর্জনিয়া বিএনপি সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুল্লাহ,সাবেক সাধারণ সম্পাদক মাস্টার শামশুল আলম,কচ্ছপিয়া বিএনপির সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন,কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: আবদুল্লাহ প্রমূখ।
সভা শেষে বর্তমান সভাপতি আলদুল আলীমকে সভাপতি ও মুহাম্মদ মুহিব্বুল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন উপজেলা বিএনপি সভাপতি মোক্তার আহমদ।