ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের টিউটোরিয়াল নাম্বার যুক্ত করে পূণরায় ফলাফল প্রকাশিত হয়েছে।


আপডেট সময় : ২০২৫-০১-০২ ১০:২৭:৩৮
ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের টিউটোরিয়াল নাম্বার যুক্ত করে পূণরায় ফলাফল প্রকাশিত হয়েছে। ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের টিউটোরিয়াল নাম্বার যুক্ত করে পূণরায় ফলাফল প্রকাশিত হয়েছে।



ঢাকা আলিয়া প্রতিনিধি, রাজধানী ঢাকার বকশিবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত উপমহাদেশের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা -ই- আলিয়া ঢাকা। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সের পরীক্ষার ফলাফল গত ১২ ই ডিসেম্বর সন্ধ্যা ছয় ঘটিকায় প্রকাশিত হয়।


এরপর থেকেই হতাশ পাঁচ বিভাগের ছয়শত মেধাবী শিক্ষার্থীরা। সকল বিভাগের শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফলা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐদিনই আন্দোলনের ডাক দেয়। পরবর্তীতে ১৫ ই ডিসেম্বর রোববার সকাল ১১ ঘটিকায় সকল বিভাগের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) জনাব প্রফেসর মোঃ আশরাফুল কবির, হেড মাওলানা জনাব প্রফেসর মিঞা মোঃ নুরুল হক, দাওয়াত এন্ড ইসলামমিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জনাব প্রফেসর মোঃ মনজুরুর রহমান, ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক জনাব মোঃ মাসুম বিল্লাহ ও আল হাদীস এন্ড ইসলামমিক স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব মোঃ মোস্তাফা কামাল স্যারদের কাছে তাদের অনার্স কোর্সের ফলাফলে সমস্যা ও সমাধানের বিষয়ে জানতে চাইলে (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বলেন, কারিগরি ত্রুটির কারণে তোমাদের ফলাফল সন্তোষজনক প্রকাশিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং আমাদের শিক্ষকদের প্রতিনিধি দল আজকে বিশ্ববিদ্যালয়ের যাবেন আশা করি তোমাদের সন্তোষজনক ফলাফল পুনরায় বিবেচনা করে প্রকাশ করা হবে।



দীর্ঘ ১৯দিন অতিবাহিত হওয়ার পর আজ ১লা জানুয়ারি ২০২৫ ইং তারিখ সন্ধ্যা ৬ ঘটিকায় ফলাফল পুনরায় প্রকাশিত হয় এবং শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পেরে উচ্ছাসিত।


এবিষয়ে এক শিক্ষার্থী দৈনিক বাংলার আলো নিউজের প্রতিনিধিকে জানান, আমরা পূর্বের ফলাফল পেয়ে হতাশ ছিলাম। আমাদের ঢাকা আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষের মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন এবং ফলাফল পুনরায় প্রকাশের জন্য ধৈর্য্য ধারণ করতে বলেন। আলহামদুলিল্লাহ আজ পূণরায় ফলাফল প্রকাশিত হয়েছে। 


দাওয়া এন্ড ইসলামমিক স্টাডিজ বিভাগের রায়হান  নামের এক শিক্ষার্থী জানান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা জনাব এ,কে,এম, আখতারুজ্জামান স্যারকে আমরা বার বার তার মুঠোফোনে যোগাযোগ করেছি আমাদের সমস্যা সমাধানের ব্যাপারে খুবই আন্তরিকতার সাথে সমাধান করছেন।


সর্বোপরি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর জনাব প্রফেসর ড. মোঃ শামছুল আলম স্যার, রেজিস্ট্রা মোঃ আইউব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা জনাব এ,কে,এম, আখতারুজ্জামান স্যার ও ঢাকা আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষে মহোদয় জনাব প্রফেসর মোঃ আশরাফুল কবির স্যারকে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ