ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজস্হলী তাইতং পাড়া ইয়ং ষ্টার ক্লাবের উদ্যোগে সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০১-০২ ০৯:৪৯:৫৩
রাজস্হলী তাইতং পাড়া ইয়ং ষ্টার ক্লাবের উদ্যোগে সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজস্থলীতে ফাইনাল ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন, রাজস্থলী ক্যাম্প কমান্ডার মেজর আবদুল্লাহ আল মাহিন।



মোঃ আইয়ুব চৌধুরী 
রাজস্হলী 


রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নে তাইতং পাড়া ইয়ং ষ্টার ক্লাবের উদ্যোগে সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। 


মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) বিকেলে ওই ইউনিয়নের তাইতং পাড়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অথিতি হিসাবে উপস্হিত পুরস্কার বিতরণ করেন ৫৬ ইষ্ট বেঙ্গলের রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর আবদুলাহ আল মাহিন।

এ সময় গাইন্দ্যা ইউনিয়নের চেয়ারম্যান পুচিংমং মারমা সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ সাম্রূচাই মারমা জানান, আমার বয়স প্রায় ৮০ বছর, আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় মানুষ হবে প্রায় ১ হতে দেড় হাজার।

এ বিষয়ে আগত অতিথিরা জানান, এ খেলাটি খুব সুন্দর ও এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।

ফুটবল টুর্নামেন্টে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের কুইক্যাছড়ি নিউ ষ্টার এফসি দল ১-০ গোলে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আড়াছড়ি হেডম্যান পাড়া এফসি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী দলকে বিজয়ী ট্রপি ও মানিপ্রাইস এবং,পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে মানিপ্রাইস ও ট্রফি দেয়া হয়েছে। 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ