কালকিনিতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কালকিনিতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আশরাফুর রহমান, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক পথসভা ও র্যালি আয়োজন করা হয়।
বুধবার (পহেলা জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার ডাকবাংলা বালুর মাঠে দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে পথ সভা করেন এবং সভা শেষে র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি'র সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির, কালকিনি উপজেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব সাইফুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন সরদার, সদস্য সচিব মাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ন আহবায়ক বনি আমিন মুন্সী, কালকিনি পৌর ছাত্রদলের আহবায়ক হাসান হাওলাদার, সদস্য সচিব আমিনুল তালুকদার, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজারুল শিকদার, সদস্য সচিব শাহিন ইসলাম।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স