ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কচুয়া ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


আপডেট সময় : ২০২৫-০১-০১ ১৯:৪১:৫১
কচুয়া ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কচুয়া ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি: 
আন্দোলন সংগ্রাম ও ঐতিহ্যের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কচুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 
১ জানুয়ারি কচুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে সকাল ১১ টায় কচুয়া বিএনপি কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি কচুয়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে কারিগরি কলেজ অতিক্রম করে সরকারি  মহিলা কলেজ হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছল পরবর্তী কচুয়া দুইটি কলেজের নাম পরিবর্তনের দাবি ওঠে। দাবির প্রেক্ষিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা কলেজের প্রধান ফটোকে সরকারি আবু নাসের মহিলা ডিগ্রী কলেজের পরিবর্তে সরকারি শহীদ আবু সাঈদ মহিলা ডিগ্রী কলেজ এবং শেখ ফজলুল হক মনি কারিগড়ি কলেজের পরিবর্তে শহীদ মীর মুগ্ধ কারিগরি কলেজ নামকরণ সম্বলিত ব্যানার লাগিয়ে দেন।

ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান জেলা বিএনপি'র সদস্য খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, উপজেলা বিএনপি'র সদস্য সচিব এস এম তৌহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক খান শহিদুজ্জামান মিল্টন, বেদার উদ্দিন ডাকুয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহবায়ক গোলাম অলিউর রসুল,কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামিম হাসান রাবু,কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শিকদার এ আলিম ডাবলু, যুবদল নেতা সেখ মাসুদ, স্বেচ্ছাসেবক দল নেত সরদার নাহিদ, সাবেক ছাত্রদল নেতা সেখ সুজন, শ্রমিকদল নেতা মোঃ তৌহিদুল ইসলাম টুটুল,উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম।

এসময় ছাত্রদল নেতৃবৃন্দদের মধ্যে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক উজ্জল কুমার দাস,বাগেরহাট জেলা ছাত্র দলের সহ- সাধারণ সম্পাদক আউয়াল শিকদার, জাকির হোসেন রাজু ,কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব জামাল হোসেন, কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক ১ নং সদস্য ইমরান হোসেন,কচুয়া ডিগ্রি কলেজের সদ্য সাবেক সভাপতি হিমেল খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কচুয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো:লিয়ন শিকদার। এছাড়াও কচুয়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ