ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১ বছরে সুলতানপুর বিজিবি কর্তৃক দেড়শত কোটি টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-০১ ১৯:২৬:৪৪
১ বছরে সুলতানপুর বিজিবি কর্তৃক দেড়শত কোটি টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ ১ বছরে সুলতানপুর বিজিবি কর্তৃক দেড়শত কোটি টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ

মোঃ অপু খান চৌধুরী:

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক প্রায় দেড়শত কোটি টাকা মূল্যের  মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেন। গত এক বছরে (২০২৪ সালে) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী কসবা ও আখাউড়া উপজেলার সীমান্ত হতে আখাউড়া, মঈনপুর, গোসাইস্থল, কসবা ও মাদলা বিওপি কর্তৃক এর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সর্বমোট ১৪৬,৯৪,০৮,৩১৯/- (একশত ছেচল্লিশ কোটি চুরানব্বই লক্ষ আট হাজার তিনশত ঊনিশ) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে সরকারী রাজস্ব আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসময় বিজিবি ৮৬ জন আসামী আটক করে এবং ২০ জন পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে।



জব্দকৃত মাদকদ্রব্যের মধ্য রয়েছে হুইস্কি ১০৭৭১ বোতল, বিয়ার ১,৭০৮ পিস, ইস্কাফ সিরাপ ৩,৯১৩ বোতল, গাঁজা ৩,৯২০.৯ কেজি, ফেন্সিডিল, ৩,৪১৪ বোতল, ইয়াবা- ৪৬,০৬৮ পিস এবং অন্যান্য চোরাচালানী মালামাল ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ১৭,১৬৬ পিস, গরু ৩৩৩ টি, বিভিন্ন প্রকার মোবাইল ফোন ১,৯৪৮ টি, মোবাইল ফোনের ডিসপ্লে ৪৫,০৪০ টি, বাসমতি চাউল ৩৭,৩১৮.৫ কেজি, চিনি ১০,৯৫,৬৭০.৫ কেজি, নেহা মেহেদী ২,১৫,৮১৫ পিস, জিরা ১,৫৬২ কেজি, বিভিন্ন প্রকার চকলেট ১,১৭,৯৯৮ পিস, বিভিন্ন প্রকার তালা ১৪,২৩৪ পিস, বিভিন্ন প্রকার বাঁজি ৬৩,৯০,০০৯ পিস, বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার নিষিদ্ধ ঔষধ সামগ্রী, বিভিন্ন প্রকার কাপড় সামগ্রী, কসমেটিক্স সামগ্রী, খাদ্য সামগ্রী, যানবাহনের খুচরা যন্ত্রাংশ, মোটর সাইকেল, সিএনজি, বাংলাদেশী বিভিন্ন প্রকার মাছ। 


সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ২০২৪ সালের মাদক ও চোরাচালান বিরোধী সাফল্যের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলতি ২০২৫ সালেও এর ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে নবচেতনা ও উদ্দীপনায় উজ্জীবিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ