পিরোজপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পিরোজপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । জেলা ছাত্রদলের আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২ টায় জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। র্যালী শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, দপ্তর সম্পাদক মশিউর রহমান সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, আমরা মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করছি । মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই অব্যহত থাকবে। অন্যদিকে জেলার ভান্ডারিয়া উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক আহমেদ সোহেল মনজুর গ্রুপের অনুসারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজার নেতৃত্বে ভান্ডারিয়া উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে উপজেলার রিজার্ভ পুকুর পাড়ে এলে পেছন থেকে আহমেদ সোহেল মনজুর গ্রুপের অন্য আর একটি অনুসারী দল উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শামীম হাওলাদারের নেতৃত্বে র্যালীতে হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মাহতাব উদ্দিন সজীব বেপারী, বাকি বেপারী, নবীন ফরাজী, সুজন বেপারী ও লোকমান সরদার আহত হয়েছে বলে দাবি করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স