ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুবি শাখা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ


আপডেট সময় : ২০২৫-০১-০১ ১২:৩৮:৫৬
​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুবি শাখা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ ​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুবি শাখা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ


কুবি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বিশ্ববিদ্যালয়ের নৈশ্য প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি এই কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন আবাসিক হল, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বিভিন্ন অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ডর্মেটরিতে কর্মরত নৈশ্য প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। 

কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'এখন প্রচন্ড শীত! যেহেতু আমাদের ক্যাম্পাসটি পাহাড়ে অবস্থিত, এখানে অন্য জায়গার তুলনায় প্রচন্ড শীত পড়ে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় যারা এখানে চাকরি করেন সকলে শীতে কষ্ট পান। তাই আমাদের অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানুষের পাশে থেকে মানবিক কাজ করার চেষ্টা করছি। উনার নির্দেশে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের মাঝে উনার উপহার তুলে দেই। এটি আমাদের শীতবস্ত্র বিতরণের ১ম ধাপ। ক্রমান্বয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল অন্যদের মাঝেও উপহার পৌঁছে দিবে।'

তিনি আরও বলেন, 'মানবিক যেকোন কাজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা সর্ব-সাধারণের পাশে থাকবে।'

এই সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাফায়েত হোসেন সজল, রিয়াজ উদ্দিন অন্তর। আহ্বায়ক সদস্য-মোতাসিম বিল্লাহ রিফাত, আশারাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, মোঃ রাসেল হোসেন, সাইফুল মালেক আকাশ, আবদুল্লাহ আল মাসুদ, নাইম হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ