সিলেটে বিপিএলের প্রস্তুতি পর্যবেক্ষণে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের প্রতিনিধি দল
আপডেট সময় :
২০২৫-০১-০১ ১০:৫১:১১
সিলেটে বিপিএলের প্রস্তুতি পর্যবেক্ষণে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক: সিলেটে বিপিএলের প্রস্তুতি পর্যবেক্ষণে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের প্রতিনিধি দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের যুব ও ক্রীড়া বিভাগের একটি প্রতিনিধি দল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এবং প্রস্তুতি পর্যবেক্ষণ করতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন। সফরের অংশ হিসেবে গত রবিবার (২৯ ডিসেম্বর) ভেন্যু ম্যানেজারের সাথে একটি আনুষ্ঠানিক সভা এবং স্টেডিয়ামের বিভিন্ন অংশের পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, এডভোকেট আজিম উদ্দিন এবং সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক মোকাম্মেল হক সোহাগ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের যুব ও ক্রীড়া বিষয়ক সাধারণ সম্পাদক পারভেজ আহমদ।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর সাইদ আব্দুল্লাহ, ক্রীড়া সংগঠক নান্নু, সাবেক ক্রিকেটার ফয়সল আহমদ, সমাজসেবক দেলোয়ার হোসেন রনি, ক্রীড়া সংগঠক গোলাম কিবরিয়া এবং ব্যাংকার ও ক্রীড়া সংগঠক সায়হান আহমদ।
সভার শুরুতে সাবেক ক্রিকেটার ফয়সল আহমদ তার বক্তব্যে অতীতের অরাজকতা, দুর্নীতি এবং ক্রীড়াঙ্গনের অস্থিতিশীলতার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, গত ৫ আগস্টের সফল বিপ্লব ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তনের পথ দেখিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতে যেমন ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে পারভেজ আহমদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ড. শফিকুর রহমানের নেতৃত্বে ইনসাফ কায়েমের লক্ষ্যে যুব ও ক্রীড়া বিভাগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অতীতে ক্রীড়াঙ্গনে যে লুটপাট এবং অনিয়ম চলছিল তা থেকে মুক্তি পেতে এবং একটি স্বচ্ছ ও উন্নত ক্রীড়া া পরিবেশ গড়তে তুলতে জামায়াত প্রতিজ্ঞাবদ্ধ।
সমাজসেবক দেলোয়ার হোসেন রনি তার বক্তব্যে ভেন্যু ম্যানেজারের সাথে পূর্বের সমন্বয় ঘাটতির বিষয়টি তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অন্যান্য বক্তাদের মধ্যে এডভোকেট আজিম উদ্দিন, সাবেক কাউন্সিলর সাইদ আব্দুল্লাহ, ক্রীড়া সংগঠক গোলাম কিবরিয়া এবং ব্যাংকার সায়হান আহমদ ক্রীড়াঙ্গনের সুশাসন ও উন্নয়নর বিষয়ে তাদের মতামত প্রকাশ করেন।
সভা শেষে ভেন্যু ম্যানেজারের তত্ত্ধসঢ়; বাবধানে প্রতিনিধি দল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দূর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বার্তা প্রেরক মোকাম্মেল হক সোহাগ ০১৬৩৩১৫৪১৭৭ ক্যাপশন - সিলেটে বিপিএলের প্রস্তুতি পরিদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর যুব ও ক্রীড়া বিভাগের প্রতিনিধি দল
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স