ব্রাহ্মণপাড়ায় অবৈধ দুই ড্রেজার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
আপডেট সময় :
২০২৪-১২-৩১ ২১:৩০:৫৫
ব্রাহ্মণপাড়ায় অবৈধ দুই ড্রেজার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
মোঃ অপু খান চৌধুরী: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় এবং জলাশয় ভরাটের দায়ে দুই ড্রেজার ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল ৩১শে ডিসেম্বর (মঙ্গলবার) ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম এ জরিমানা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জলাশয় ভরাট করার সময় অপর এক মাটি ব্যবসায়ী কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।
অভিযানের সময় সরকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল সহযোগীতা করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স