ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গৌরনদীতে ছাত্রদল নেতা ও তার পরিবার দ্বয়কে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ


আপডেট সময় : ২০২৪-১২-৩১ ১৮:৫৫:৩৭
গৌরনদীতে ছাত্রদল নেতা ও তার পরিবার দ্বয়কে মিথ্যা মামলায়  ফাঁসানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ গৌরনদীতে ছাত্রদল নেতা ও তার পরিবার দ্বয়কে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ


গৌরনদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা  নিজদের বসত ঘড় ভাংচুর করে  ছাত্রদল নেতা সহ  তার পরিবার দ্বয়কে  মিথ্যা মামলায় ফাঁসানো সহ নানান ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে ৩১ ডিসেম্বর  মঙ্গলবার গৌরনদী উপজেলার  সরিকল ইউনিয়নের প্রত্যন্ত কুরিরচর গ্রামের মেইন সড়কে সকাল ১০ টায় গ্রামবাসিরা বিক্ষোভ সমাবেশ করেছেন। 

ঘন্টার অধিক সময়ের  বিক্ষোভ সমাবেশ শতাধিক স্হানীয় গ্রামবাসির মধ্যে স্হানীয় মোসাম্মৎ ফাতেমা বেগম, আক্কাচ প্যাদা,ভুক্তভোগী পরিবারদের মধ্যে মোঃ মন্নান হাওলাদার, তার পুত্র সরিকল ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন,  শামিম হাওলাদার  বক্তব্যে বলেন, সৈরচারি শেখ হাসিনা সরকার  থাকাকালীন সময় দলিয় প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এখনো তাদের সন্ত্রসী কর্মকান্ডে  বহু পরিবার জিম্মি হয়ে আছে। তাই আজকের এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে এদেরকে আইনের আওতায় আনতে সরকারের সু- দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী মন্নান হাওলাদার সহ স্হানীয় একাধিক  ভুক্তভোগী পরিবারে লোকজন। 

এ ছারাও  গ্রামবাসিরা আরো বলেন, এই প্রতিবাদের মধ্য দিয়ে প্রশাসনিক সহোয়াতায় প্রতিপক্ষের  ষড়যন্ত্রের অপরাধের  বিষদাত ভেঙে দেয়া হবে। জমি দখলের নামে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে নিজদের বসত ঘড়ের জানালার গ্লাস নিজেরা ভেঙে অন্যকে ফাঁসানো ষড়যন্ত্রকে এই সমাবেশের মধ্য দিয়ে প্রতিহত করতে প্রশাসনের সর্বস্হরের সহোযোগিতা কামনা সহ অপরাধীদের শাস্তি দাবি করছেন ভুক্তভোগী পরিবারের লোকজন  সহ উপস্থিত গ্রাসবাসিরা। 

ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত কুরিরচর গ্রামের মোঃ আবদুল মান্নান হাওলাদার ও তার পুত্র সরিকল ইউনিয়নের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদদীন হাওলাদারের পরিবারের বেলায়।

 ছাত্রদল নেতা জসিম জানায় দীর্ঘ ৪০/ ৫০ বছর ধরে ক্রয় সুত্রে দলিল মুলে জমি ভোগ দখল করে আসছেন তারা। কিন্তুু কয়েক বছর পর্যন্ত আমার একই বাড়ির প্রতিপক্ষ ভূমি দস্যুরা  জোর পুর্বক জমি দখল করার পায়তারা চালিয়ে গত ৮/১০ দিন পূর্বে একদল ভারাটিয়া সন্তাসীদের যোগসাজশে  তার পিতাকে পিটিয়ে রক্তাক্ত  যখম করেছে একই বাড়ির আওয়ামী লীগ সন্ত্রাসী প্রতিপক্ষ ভূমিদস্যু কালাম হাওলাদার ৫৮ ও তার পুত্র কামরুল ৩৫,খোকন ৪৫,আজিজুল ২৬ ও একই গ্রামের তাদের  ভারাটিয়া যুবলীগ সরিকল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি সবুজ। 

তারি ধারাবাহিকতা অব্যাহত রেখে ২৮ ডিসেম্বর শনিবার গভীর রাতে তাদের  প্রতিপক্ষ কালাম গংরা নিজদের বসত ঘড়ের জানালার গ্লাস কতিপয় ভারাটিয়া সন্ত্রাসী যোগসাজশে  নিজেরা  ভেঙে তাদেরকে ফাঁসাতে  মিথ্যে মামলা দেয়ার অপকৌশল চালিয়ে সংবাদ কর্মিদের উপস্থিত করে ভুল তথ্য দিয়ে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের  এস আই মোঃ আজাদ হোসেন ওই রাতে আমার (জসিম) বাড়িতে  উপস্থিত থেকে  আমাদের পক্ষ হয়ে ঘটনা ঘটিয়েছেন বলে সংবাদ কর্মিদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করান  ভূমি দস্যু কালাম গংরা।

 এ বিষয় ২৯ ডিসেম্বর ২৪ ইং রবিবার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ আজাদ হোসেনের কাছেে জানতে চাইলে তিনি (আজাদ) বলেন, এর কোন সত্যতা নাই, তবে আমার তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোঃ ফোরকান হোসেন হাওলাদার ঘর ভাংচুর ঘটনা জানতে পেরে  ২৯ ডিসেম্বর রবিবার   সকালে আমাকে  ঘটনা পরিদর্শন করতে  পাঠিয়েছেন বলে জানিয়েছেন তিনি তারি ধারাবাহিকতায় তদন্ত করে, ঘড়ের জানালার গ্লাস ভাঙা দেখা গেলেও রহস্যের কথাও ভাবছেন তিনি। তবে জানালার গ্লাস ভাঙার ভিতর ব্যাপক রহস্য বিরাজ মান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা এস আই আজাদ।ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন চলছে, তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের প্রতি যথাযথ ব্যাবস্হা নেয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ