মুন্সীগঞ্জ পিটিআইতে বিটিপিটি প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ পিটিআইতে বিটিপিটি প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
জন জীবন ঃঃ
আজ মঙ্গলবার দূপুর ১.০০টায় মুন্সীগঞ্জ পিটিআই এর হলরুমে পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) জুলাই ২০২৪ - এপ্রিল ২০২৫ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীদের ২য় ব্যাচের পিটিআই পর্যায়ের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের আয়োজনে এবং মুন্সীগঞ্জ পিটিআই সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুল জান্নাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক ও মুন্সীগঞ্জ পিটিআই এর ইন্সট্রাক্টর খলিলুর রহমান, রফিকুল ইসলাম, মোঃ গোলাম মিল্লাত, নূরুল হুদা, সঞ্চিতা জামান ও নূরুন নাহার, উম্মেহানী মৌসুমীসহ মুন্সীগঞ্জ জেলার ৬ টি উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ৮৬ জন প্রশিক্ষনার্থী শিক্ষকবৃন্দ এবং অত্র পিটিআই এর ইন্সট্রাক্টরবৃন্দ।
অত্র পিটিআই এর সুপারিনটেনডেন্ট এবং অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, শিক্ষকরা এই প্রশিক্ষণ নিয়ে বিদ্যালয়ে গিয়ে কাজে লাগাবে এবং শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলবে এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষনার্থী শিক্ষক আব্দুর রহিম, গীতা থেকে পাঠ করেন গীতা দাস।
প্রশিক্ষনার্থী শিক্ষক মোঃ মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ পিটিআই এর সিনিয়র ইন্সট্রাক্টর মোঃ রফিকুল ইসলাম, প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে স্মৃতিচারণ করেন প্রশিক্ষনার্থী শিক্ষক মোঃ রকিবুল আইয়ুব, সোহানা আক্তার, সাদিয়া সুলাতানা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র পিটিআই এর ইন্সট্রাক্টর শরীফ উদ্দিন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, আমরা দেখতে চাই তোমরা বিদ্যালয়ে গিয়ে পুরো বিদ্যালয়ের চিত্রটা পাল্টে ফেলবে, আন্তরিকতার সাথে পাঠ দিয়ে একটা আমুল পরিবর্তন আনবে। তোমাদের দাবী দাওয়া জেলা প্রশাসক মহোদয় তুলে ধরবেন তবে তার আগে তোমরা মেধা আর দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার মানোন্নয়ন করবে। এরপর বক্তব্য রাখেন বিশেষ অতিথি এবং মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ।
প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত বলেন, আপনারা এমন একটা জায়গায় আছেন যেখানে শিশুরা আপনাদের আইডল মনে করে, আপনাদের কথাবার্তা, পোশাক, ব্যবহার এগুলো শিশুরা ফলো করে তাই এই গ্লোবালাইজেশনের যুগে আপনাদেরকেও সেভাবে গড়ে উঠতে হবে, সময়ের সাথে আপডেটেট হতে হবে। আপনারা যা বললেন আমি এরচেয়েও অনেক বেশি ভেবেছি তবে আমাদের সাধ অনেক কিন্তু সাধ্য সীমিত।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স