নাদিয়া আক্তার খুশি হত্যা মামলার ১নং পলাতক আসামী গ্রেফতার
নাদিয়া আক্তার খুশি হত্যা মামলার ১নং পলাতক আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
র্যাব এর যৌথ অভিযানে নীলফামারী জেলার জলঢাকা থানার চাঞ্চল্যকর নাদিয়া আক্তার খুশি, হত্যা মামলার ১নং পলাতক এজাহারনামীয় আসামী গ্রেফতার
বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
উল্লেখ্য যে, গত ১৬/০৭/২০২৪ তারিখ অনুমান ১১.০০ ঘটিকার সময় এজাহারে উল্লেখিত ০১ নং সাক্ষী, মৃত নাহিদা আক্তার খুশি (ভিকটিম) এর পিতা মোঃনিয়ামত আলী (৪০), সাংবগুলাগাড়ী, থানা-জলঢাকা, জেলা-নীলফামারীকে জানান যে, এজাহারে বর্ণিত আসামীগণের অমানুষিক নির্যাতনের কারণে তার মেয়ে নাহিদা আক্তার খুশি (ভিকটিম) মারা গেছে। বাদী সংবাদটি পেয়ে তংক্ষনাৎ তার মেয়ের বাড়ীতে গিয়ে দেখেন যে, তার মেয়ে ভিকটিম নাহিদা আক্তার খুশি এর গলায় মোটা কালো দাগ এবং মুখে সাদা ফ্যানার ছাপ ও রক্তাক্ত জখম। আশপাশ হতে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারে যে, তার মেয়েকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে নীলফামারী জেলার জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামী গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়।
এরই ধারাবাহিকতায় ইং ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখ ১৪.০৫ ঘটিকায় সিপিসি-২, নীলফামারী, র্যাব-১৩ এবং র্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার জলঢাকা থানার চাঞ্চল্যকর ভিকটিম নাদিয়া আক্তার খুশি, হত্যা মামলার ১নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ রফিকুল ইসলাম (২৪), পিতা- মোঃ মোকলেছার রহমান, সাং- বগুলাগাড়ী, থানা-জলঢাকা, জেলা-নীলফামারীকে গ্রেফতার করতে সক্ষম হয় । ধৃত আসামী মোঃ রফিকুল ইসলাম (২৪) কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স