ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জ আকিজ এর কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ৪ জনের মৃত্যু


আপডেট সময় : ২০২৪-১২-৩১ ১৪:৫১:২০
হবিগঞ্জ আকিজ এর কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হবিগঞ্জ আকিজ এর কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ৪ জনের মৃত্যু
 
 
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:  হবিগঞ্জের বাহুবল উপজেলায় আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন মিজান গাজী এবং মাহফুজ। উভয়েই চাঁদপুর জেলার বাসিন্দা এবং কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
 
ওসি জাহেদুল ইসলাম জানান, বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই আরও দুজনের মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ঘটনায় এখনো দুইজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ