এবার গানে গানে কানাডা মাতাবেন মিটুল হক
আপডেট সময় :
২০২৪-১২-৩১ ১৩:১৬:৪৪
এবার গানে গানে কানাডা মাতাবেন মিটুল হক
বিনোদন প্রতিবেদক
মিটুল হক, ভিন্ন স্টাইল ও গায়কীর জন্য দর্শক মহলে তুমুল ভাবে জনপ্রিয়। তাঁর গানের ভক্ত রয়েছে বিশ্বজুড়ে। গান নিয়ে পৃথিবীর বহু দেশে তিনি বাংলা গানের প্রতিনিধিত্ব করে আসছেন দীর্ঘদিন ধরে।
এবার তাই ইংরেজি নতুন বছরকে বরণ করতে মিটুল হক এখন কানাডার টরেন্টো শহরে। ৩১ ডিসেম্বর গানে গানে কানাডার টরেন্টো শহরে আয়োজিত একটি কনসার্ট মাতাবেন এই রকষ্টার। অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে দর্শক শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
কানাডায় পৌঁছে নিজের ভেরিফাই ফেসবুক প্রোফাইল থেকে লাইভের মাধ্যমে উক্ত অনুষ্টান ঘিরে নিজের উদ্দীপিত অনুভূতির কথা জানান এই তারকা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স