ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক বিএনপির একজন কর্মী থেকে দেশনায়ক তারেক রহমান পর্যন্ত সকলেই নির্যাতনের স্বীকার
আপডেট সময় :
২০২৪-১২-৩১ ১২:৫৬:৫৭
ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক বিএনপির একজন কর্মী থেকে দেশনায়ক তারেক রহমান পর্যন্ত সকলেই নির্যাতনের স্বীকার। ফুলবাড়ীতে পরিচিত সভায় - যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক বিএনপির একজন কর্মী থেকে দেশনায়ক তারেক রহমান পর্যন্ত সকলেই নির্যাতনের স্বীকার হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার একটাই টার্গেট ছিলো যদি জিয়া পরিবারকে ধ্বংস করা যায় তাহলে বিএনপিকে ধ্বংস করা যাবে। সর্বাত্বকভাবে তারা শুধু এই চেষ্টায় করে ছিলো। শুধু তাই না। ফ্যাসিস্ট সরকারের সঙ্গে দোষর ইন্ডিয়া সব সময় চেষ্টা করেছে জাতীয়তাবাদি বাংলাদেশের ফোর্সকে ধ্বংস করতে। তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করা যাবে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সকল নেতা কর্মীদের সাথে পরিচিত সভায় বক্তব্যে এমন কথা বলেন, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাক্তিগত আইনজীবি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান।
গত (৩০ ডিসেম্বর) সোমবার বিকাল ৩টায় ফুলবাড়ী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে ব্যারিস্টার একেএম কামরুজ্জামান এর পরিচয় সভায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্মা সাধারন সম্পাদক শাহাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, দিনাজপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ,জেড,এম রেজওয়ানুল হক, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকনসহ জেলা বিএনপি ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স