ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​রাজশাহী নারী চিকিৎসক আপহরণ বাবাকে ফেলে গেল সিরাজগঞ্জে


আপডেট সময় : ২০২৪-১২-৩০ ২২:১৪:১২
​রাজশাহী নারী চিকিৎসক আপহরণ বাবাকে ফেলে গেল  সিরাজগঞ্জে ​রাজশাহী নারী চিকিৎসক আপহরণ বাবাকে ফেলে গেল সিরাজগঞ্জে


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে নিজ বাসা থেকে পানি উন্নয়ন বোর্ডো অবসরপ্রাপ্ত সেকশন অফিসার আবু তাহের খুরশিদ বকুল এবং চিকিৎসক মেয়ে শাকিরা তাসনিম দোলাকে (২৬) অপহরণের ঘটনা ঘটেছে। তাসনিম রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে ডেন্টাল বিডিএস শেষ করেছেন। অপহরণকারীরা নারী চিকিৎসকের বাবাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় এলাকার সড়কে ফেলে গেলেও নারী চিকিৎসকের খোঁজ পাওয়া যায়নি। সোমবার ভোরে এই অপহরণের ঘটনা ঘটে। বাবা-মেয়েকে তুলে নিয়ে যাওয়ার সময় অপহরণকারীরা ওই চিকিৎসকের মাকে পিটিয়ে জখম করেছেন। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের বাড়ি রাজশাহী নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায়।

পাঁচতলা বাসার দ্বিতীয় তলায় তারা থাকেন। এটি তাদের নিজের বাসা। চিকিৎসক শাকিরার মা রেহেনা পারভীন ওরফে শিউলি (৫১) গুরুতর আহত অবস্থায় রামেক হাসপাতালের আট নম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য তার স্বামী মসজিদে যান। এ সময় তিনি বাইরের ফটকে তালা লাগিয়ে চাবি সঙ্গে নিয়ে যান।

 রেহেনা পারভীন জানান, একটু পরই তালা খোলার শব্দ পেয়ে তিনি এগিয়ে যান, এত তাড়াতাড়ি নামাজ না পড়ে ফিরে আসছেন কি না তা দেখতে। তখন বুঝতে পারেন অপহরণকারীরা তার স্বামীকে জিম্মি করে চাবি নিয়ে এসেছে। এ সময় অপহরণকারীরা তাকে ধরে দেয়ালের সঙ্গে মাথা ঠুকে দেয়। মাথায় তালা দিয়ে আঘাত করে। এরপর তারা তাকে বিছানায় ফেলে গলা চেপে ধরেন। রেহেনা পারভীন জানান, তার কক্ষে দুজন অপহরণকারী ঢুকেছিল। তারা যখন তাকে ছেড়ে দেয় তখন তিনি দৌড় দিয়ে নিচে নেমে রাস্তার ওপর পড়ে যান। ততক্ষণ এই অপহরণকারীরা তার মেয়ে ও স্বামীকে নিয়ে চলে যায়। তার স্বামীকে সলঙ্গা থানায় নিয়ে যাওয়ার পর তাদের সঙ্গে কথা হয়। তিনি জানিয়েছেন, একটি মাইক্রোবাসে করে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। চালকসহ অপহরণকারীরা ছয়জন ছিলেন। তাকে তোলার পরেই মুখ বেঁধে ইনজেকশন পুশ করা হয়। তার চেতনা ফিরে এলে তাকে মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়।

অপহরণকারীরা চলে যাওয়ার পর খবর পেয়ে রেহেনা পারভীনের আত্মীয়স্বজন এসে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। রেহেনা পারভীন আরও বলেন, বেলা একটার দিকে খবর পেয়েছেন, তার স্বামীকে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ফেলে চলে গেছে অপহরণকারীরা। এখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এখন পর্যন্ত মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ সময় তিনি বারবার বলছেন, ‘আমার মেয়েটাকে ভিক্ষা চাই।  রাজশাহী মহানগরীতে ৮ জুয়াড়ি আটক মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৮টায় বোয়ালিয়া থানার শিরোইল কাঁচাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: দীপক রায় (৩২), সুজয় কুমার সরকার (৩০), মোঃ রানা (৩১), মোঃ রফিকুল ইসলাম (৩৭), মোঃ মাসুদ (৪০), মোঃ শাহীন (৩৯), মোঃ জাকির হোসেন (৩৬) ও মোঃ সুমন (৩২), তাঁরা সকলেই মহানগরীর বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা এলাকার বাসিন্দা।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় একদল জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল বর্ণীত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ৮জন জুয়াড়িকে আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়। এ ব্যপারে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা রুজু করে সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ