নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা বিএনপির মতবিনিময় সভা মঙ্গলবার সিলেট জেলা বিএনপির উদ্যোগে ৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ৩টায় নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. এ জেড এম জাহিদ হোসেন।
উক্ত মতবিনিময় সভায় সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদ ও জেলা বিএনপির আওতাধীন ১৮ টি উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।