নিজস্ব প্রতিবেদক
'বাংলাদেশ আমার অহংকার' এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ৩০/১২/২০২৪ তারিখ ০৭.৩০ ঘটিকার সময় সিপিসি-২, নীলফামারী র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার ডিমলা থানাধীন ডালিয়া নতুন বাজারস্থ মেইন রোড সংলগ্ন মেসার্স রিয়েল ট্রেডার্স, প্রোঃ মোঃ রোস্তম আলী এর দোকানের সামনে ডিমলা টু জলঢাকাগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ব্যবহৃত ব্যাটারী চালিত অটোরিক্সার মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ৪৭ (সাতচল্লিশ) বোতল ফেন্সিডিল ও অটোরিক্সা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ দুলাল হোসেন (৪২), পিতা-মৃত আজিতুল্যাহ মিয়া, সাং-দহগ্রাম, থানা-পাটগ্রাম, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করে।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।