ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কালুরঘাটে বেইজ কারখানায় আগুন


আপডেট সময় : ২০২৪-১২-৩০ ১৯:৩৪:১৫
কালুরঘাটে বেইজ কারখানায় আগুন কালুরঘাটে বেইজ কারখানায় আগুন


এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম: চট্টগ্রাম দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কালুরঘাটের বেইজ টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কারখানার একটি ভবনে ধোঁয়া ও আগুন দেখা গেলে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দীন জানান, কারখানাটি কয়েক বছর ধরে বন্ধ থাকায় সেখানে চুরি ও নাশকতার ঘটনা মাঝে মধ্যে ঘটত। আগুন লাগা ভবনটিতে মূলত কিছু খালি কার্টন ছাড়া আর কিছুই ছিল না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সকাল সাড়ে ৯টা দিকে  ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

আগুনের ফলে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, আগুন কোনো নাশকতা বা অসাবধানতার কারণে লাগতে পারে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা পরিত্যক্ত কারখানাটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ