বাবার হত্যার বিচার ও পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন তনয়
আপডেট সময় :
২০২৪-১২-৩০ ১৯:২৪:০৩
বাবার হত্যার বিচার ও পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন তনয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: এতিম হয়ে বেঁচে থাকা খুবি কষ্টদায়ক। তবুও এরকম পরিস্থিতিতে জীবন সংগ্রামে বেঁচে থাকতে হবে। দুনিয়াবি একমাত্র আল্লাহ ছাড়া তার আর কেউ নেই। তাইতো বাবার হত্যার বিচার ও পৈত্রিক সম্পত্তি থেকেও সৎ মা ও তার সন্তানদের নির্যাতনের শিকার হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ২১ বছর বয়সী আরিফুর রহমান তনয়। কোনো উপায়ন্তু না পেয়ে নিরুপায় হয়ে নানুর ভাড়াটিয়া বাসায় আশ্রয় নেয়। এ ব্যাপারে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদনও করা হয়। কিন্তু আদৌ পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত রয়েছে তনয়।
জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনের প্রেক্ষিতে জানা যায়, গত ২০২৩ সালের এপ্রিল মাসের ১০ তারিখে আপন ভাইদের হাতে খুন হন আরিফুর রহমান তনয়ের বাবা আব্দুর রহমান ভূইয়া। পরদিন তনয়ের সৎ মা সুরমা বেগম (১ম স্ত্রী) বাদী হয়ে মামলা দায়ের করেন। দায়রা :১৩২/২৪ মামলাটিও আবার আপোস করে নিয়েছে তনয়ের সৎ মা সুরমা বেগম ৭ লক্ষ টাকা ও ৫ শতক জমির বিনিময়ে। এতে আপত্তি জানায় তনয়। পরে মানবাধিকার কাছে একটি অভিযোগ দেয়। অভিযোগ নং : ৭২/২৪
গত কয়েক মাস আগে অসুস্থ হয়ে তনয়ের মাও মারা যায়। মামলা বিচারাধীন সময়ে তনয়ের পৈত্রিক নিবাস শহরের মৌলভীপাড়াস্থ ৯১.৬৬ পয়েন্ট ভিটি জমি তনয়ের নামে লিখিত এবং অছিয়ত করা দলিল নং : ০৫/১৪ সম্পত্তি হতে তনয়ের সৎ মা সুরমা বেগম ও তার সন্তানেরা জোরপূর্বক দখলচ্যুত করে বরং তাদের নামে তনয়ের সম্পত্তি লিখে দিতে শারীরিক ও মানসিক নির্যাতন করে। তাদের এ নির্যাতন সাইতে না পেরে নিরুপায় হয়ে বর্তমান কাজীপাড়ায় নানুর ভাড়াটিয়া বাসায় বসবাস করছে। সম্পত্তি ও বাবার খুনের মামলা তুলে নিতে এখনোও হুমকি-ধমকি দিচ্ছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে তনয়।
তাই মা-বাবাহীন সন্তান আরিফুর রহমান তনয়ের পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি দেয়া একান্ত প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স