ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৪-১২-৩০ ১৯:১৬:৫৯
ব্রাহ্মণপাড়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত



মোঃ অপু খান চৌধুরী:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যং, অবৈধ ট্রাক্টর চলাচল ও মাদকের বিস্তার বেড়ে চলেছে। সম্প্রতি সময়ে বেপরোয়া যানচলাচল ও কিশোর গ্যং এর বেপরোয়া আচরণে গত কয়েক সপ্তাহে কয়েকটি তাজা প্রাণ ঝড়ে পরেছে। এখন থেকে এ সকল বিষয়ে আরও কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া কৃত্রিম সার সংকট, অপ্রাপ্ত বয়সে ও লাইসেন্স বিহীন চালক, যানজট, চুরি, ছিনতাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দোকানে পণ্যের খুচরা মূল্য টাঙ্গিয়ে রাখা, ড্রেজিং, সীমান্ত এলাকায় গিয়ে মাদক সেবন, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমান আদালত চলমান থাকবে। গতকাল ৩০ ডিসেম্বর (সোমবার) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভায় এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল ইসলাম এর সভাপতিত্বে ও পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) তমাস বড়ুয়া, ডাক্তার শঙ্কজিত সমাজপতি, অধ্যক্ষ আলতাফ হোসেন, শিক্ষা অফিসার সৈয়দা হালিমা আক্তার, মাধ্যমিব শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, নুরুল ইসলাম, পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজাউল করিম, ইউপি চেয়ারম্যন যথাক্রমে ফরিদ উদ্দিন, মনির হোসেন চৌধুরী, আতিকুল ইসলাম রিয়াদ, সাইফুল ইসলাম আলাউল, আনিসুর রহমান রিপন ভূইয়া, আবদুল্লা আল মামুন, ফারুক আহাম্মদ, ভগবান সরকারি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, জাতীয় পার্টির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার উপদেষ্টা আইয়ুব খান পাঠান, ব্রাহ্মণপাড়া উপজেলা জামাতে ইসলামী এর আমির রেজাউল করিম, শশীদল বিজিবি ক্যাম্প কমান্ডার লুতফুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহাগ রানা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ