ময়মনসিংহের ভালুকায় রাস্তার মুখে গর্ত করে স্থায়ী গেইট নির্মানের কারনে এলাকাবাসীর চলেচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে
আপডেট সময় :
২০২৪-১২-৩০ ১৮:৩৭:৫৭
ময়মনসিংহের ভালুকায় রাস্তার মুখে গর্ত করে স্থায়ী গেইট নির্মানের কারনে এলাকাবাসীর চলেচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে
ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় রাস্তার মুখে গর্ত করে স্থায়ী গেইট নির্মানের কারনে এলাকাবাসীর চলেচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার বিরুনীয়া ইউনিয়নের। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী আঃ মতিন বলেন, এখানে আমাদের পূর্বপুরুষরা এই রাস্তা নির্মান করে গেছেন। প্রতিদিন এই রাস্তাটি দিয়ে শত শত লোক যাতায়াত করে। কিন্তু ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আমার প্রতিবেশি আশরাফ উদ্দিন ও তার দুই ছেলে জুয়েল আর পলাশ মিলে রাস্তার পাশে মাদরাসার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মান করে। পরে আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিলে সহকারী কমিশনার ভুমি ঘটনাস্থল পরিদর্শন করে দেয়াল ভেঙ্গে ফেলার আদেশ দেন। কিন্তু বিবাদীরা ওই আদেশ অমান্য করে দেয়াল নির্মান কাজ চালিয়ে যায়৷ এখন আবার নির্মানাধীন বাড়ির ও মাদরাসার একমাত্র রাস্তাটির মুখে গর্ত করে স্থায়ী গেইট নির্মান শেষ হলে গেইটে তালা লাগিয়ে রাখার হুমকি দিচ্ছে বিবাদীরা। এতে আমিসহ মাদরাসার শত শত শিক্ষার্থীদের চলাচলে এবং এলাকাবাসীর চলাচলে ব্যাপক বিগ্ন সৃষ্টি হচ্ছে। তাই গেইট নির্মান কাজ বন্ধ করে এলাকাবাসীর চলাচলের পথ উন্মুক্ত করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অপরদিকে অভিযুক্ত আশরাফ উদ্দিনের ছেলে এস এম জাকির হোসেন জুয়েল তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এই রাস্তা তার পিতা করেছেন আর আঃ মতিন জোরপূর্বক রাস্তায় ট্রাক এনে রাস্তার কালভার্ট ভাংগা সহ রাস্তার ক্ষতি করছে তাই গেইট নির্মান করা হচ্ছে। গেইটে তালা লাগানোর হুমকির কথা অস্বীকার করেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স