ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন


আপডেট সময় : ২০২৪-১২-৩০ ১৭:১৩:৩৪
কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
 
 
 
 
 
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে নিহতের পিতার কান্নাজড়িত বক্তব্যের সময় উপস্থিত সকলে আবেগআল্পুত হয়ে পড়েন।
 
পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নিহত আশরাফুল ইসলামের পিতা আয়নাল হক, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুল রশিদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম হাবীব নয়ন, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুর রহমান তৌফিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল প্রমুখ।
 
নিহত আশরাফুল ইসলামের পিতা মানববন্ধনে বলেন, সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যা করে তার দুইটি অবুঝ সন্তানকে এতিম করে দিয়েছে। থানা চত্বরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে অথচ পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে জড়িতদের ফাঁসি দাবী করেন। এ সময় তার কান্নায় মানববন্ধনে উপস্থিত সকলে আবেগআপ্লুত হয়ে পড়েন।
 
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উলিপুর থানার গোল ঘরে নারী ঘটিত একটি বিষয় নিয়ে বৈঠক চলাকালে প্রতিপক্ষের মারধরের ঘটনায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের মৃত্যু হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের পিতা আয়নাল হক শনিবার (২৮ ডিসেম্বর) ২০জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান হত্যাকান্ডের ঘটনায় এজাহারনামীয় সুলতান আহম্মেদ (৪০) নামের একজনকে র‌্যাবের সহায়তায় ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন। তাকে থানায় নিয়ে আসা হচ্ছে। 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ