ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে নারী ক্ষমতায়নে তথ্য আপার উঠান বৈঠক


আপডেট সময় : ২০২৪-১২-৩০ ১৫:০৬:২৯
বাগেরহাটে নারী ক্ষমতায়নে তথ্য আপার উঠান বৈঠক বাগেরহাটে নারী ক্ষমতায়নে তথ্য আপার উঠান বৈঠক
 
 
বাগেরহাট প্রতিনিধিঃ 
 
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ এলাকায় বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যের  মাধ্যমে নারীদের ক্ষমতায়ন উপলক্ষে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 
 দুপুরে  মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় গ্রাম্য আদালত নিয়ে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ এলাকায় ১০০ জন নারীকে নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
 
 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিম সহকারী সিনিয়র জজ বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার সঞ্জীব দাস ,উপজেলা সমন্বয়কারী মনিরুল হক সরদার,গ্রাম আদালতের জেলা ম্যানেজার তৌফিকুল ইসলাম সহ আরো অনেকে।
 
এসময় বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে নারী ক্ষমতায়ন ও উন্নয়ন সম্ভব। গ্রাম আদালতে মামলা বাড়াতে হবে। গ্রাম আদালতকে সক্রিয় করণ করার লক্ষ্যে  সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বাস দেন।




 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ