ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রায়গঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১২-৩০ ১৪:৪১:২৪
রায়গঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রায়গঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
 
 
মোঃ আখতার হোসেন হিরন,স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি শামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা জামায়াতে ইসলামী'র আমির মো. আলী মর্তুজা, সলঙ্গা থানা আমির রাশেদুল ইসলাম শহীদ, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, সদস্য সচিব আলী হায়দার আব্বাসী, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির আহবায়ক ও উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাংবাদিক গোলাম মুক্তাদির, রায়গঞ্জ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা প্রমুখ। 
 
সভায় বক্তারা উপজেলায় বিভিন্ন অপরাধ চিত্রের সার্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইন-শৃঙ্খলা কমিটির সদস্যসহ সকলের একান্ত সহযোগিতা করেন। সেই সাথে এ উপজেলায় সম্প্রতি গরু, ছাগলসহ দোকানপাটে চুরি ও মাদকের যত্রতত্র ব্যবহার বেড়েই চলেছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তরা। 
 
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
 
 

 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ