ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরের ইন্দুরকানী পত্তাশী ইউ:পি চেয়ারম্যান শাহীন হাওলাদারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মের অভিযোগে ইউ:পি: সদস্যদের সংবাদ সম্মেলন


আপডেট সময় : ২০২৪-১২-৩০ ০০:২২:৪৪
পিরোজপুরের ইন্দুরকানী পত্তাশী ইউ:পি চেয়ারম্যান শাহীন হাওলাদারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মের অভিযোগে ইউ:পি: সদস্যদের সংবাদ সম্মেলন পিরোজপুরের ইন্দুরকানী পত্তাশী ইউ:পি চেয়ারম্যান শাহীন হাওলাদারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মের অভিযোগে ইউ:পি: সদস্যদের সংবাদ সম্মেলন


 
 
পিরোজপুর প্রতিনিধি:
 
বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বিধি বহির্ভূতভাবে কর্মকান্ডের অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ওই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা। 

রোববার (২৯ ডিসেম্বর) সকালে পিরোজপুরের ইন্দুরকানি প্রেসক্লাবে পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন হাওলাদারের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য রফিকুল ইসলাম ও নাজমুল হাসান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার ইউনিয়ন পরিষদ আইনের তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতোই দীর্ঘদিন পর্যন্ত পরিষদের সমস্ত কার্যক্রম পরিচালনা করে আসছেন। কোন সদস্য এর প্রতিবাদ করলে, তিনি তাদের সাথে খারাপ ও অশালীন আচরণ করেন।এছাড়া ইউনিয়ন পরিষদ থেকে চাল ও পরিষদের অর্থ আত্মসাতের অভিযোগ আনেন চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে। পাশাপাশি পরিষদের সদস্যদের সম্মানী ভাতা প্রদান না করার অভিযোগও করেন চেয়ারম্যানের বিরুদ্ধে।

এছাড়াও টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প এবং ভিজিডি ও ভিজিএফ এর কার্ড নিজের ইচ্ছেমতো বরাদ্দ দেন এবং সেখান থেকে অর্থ আত্মসাৎ করেন শাহীন। লিখিত বক্তব্যে ইউপি সদস্যরা অভিযোগ করে বলেন, ২০২৩-২০২৪ অর্থ বছরে এডিবি থেকে বরাদ্দ পাওয়া প্রায় ১৮ লক্ষ টাকা  আত্মসাৎ করেছে চেয়ারম্যান শাহিন হাওলাদার। এছাড়াও সরকারের গৃহ নির্মাণ প্রকল্প থেকে টাকা আত্মসাতের অভিযোগ আনেন চেয়ারম্যানের বিরুদ্ধে। এছাড়াও উপজেলা কৃষি অফিস থেকে ওই ইউনিয়নের কৃষকদের জন্য বরাদ্দকৃত সার, ধান ও ডালসহ অন্যান্য কৃষি উপকরণ নিজের পছন্দের লোকদের মাঝে বিতরণের অভিযোগ করেন অভিযোগকারীরা। 
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য রফিকুল ইসলাম ও নাজমুল হাসান। এ সময় ইউপি সদস্য কবির হোসেন সিকদার ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য কবির খান উপস্থিত ছিলেন।
 
লিখিত বক্তব্যে চেয়ারম্যান শাহীন হাওলাদারের নানা রকম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন, যার মধ্যে আরও রয়েছে বিভিন্ন প্রজেক্ট এর বরাদ্দকৃত টাকা আত্মসাৎ, রাস্তার বরাদ্দের অর্থ অপব্যবহার, অফিসের আসবাবপত্র ক্রয়ের অর্থ আত্মসাৎ এবং চৌকিদার নিয়োগে ঘুষ বাণিজ্যে একই প্রকল্পের উপর বিভিন্ন নামের অভিযোগ।
 
এ বিষয়ে চেয়ারম্যান শাহীন হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা নেই। আমার বিরুদ্ধে  একটি স্বার্থন্বেষী মহল অপপ্রচারে লিপ্ত। আমি এই অভিযোগের তিব্র প্রতিবাদ করছি।
 
এছাড়া আরও যানা যায়, উপজেলা জেপি'র আহবায়ক ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার বর্তমানে একটি নাশকতা মামলার আসামি হওয়ায়, ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন অনুপস্থিত। এতে করে ওই ইউনিয়ন পরিষদের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন পরিষদের সদস্যরা। তাই এ বিষয় গুলো তদন্ত করে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। পরিষদের সাত সদস্যের সম্মতিতে তিনজন ইউপি সদস্য উপস্থিত থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ